তাই এটাকে কেটে টুকরো টুকরো করে দাও
(তাই কোপ মারো এবং টুকরো করে কাটো)
But this alone won't do it. কিন্তু শুধু এটাই তাকে মারতে পারবেনা।
(কিন্তু এতেই শুধু তা করা যাবে না)
Not so much pain will do it.
অসহ্য ব্যথাও তাকে মারতে পারবে না।
The bleeding bark will heal
ওই রক্তাক্ত ছাল আবার ঠিক হয়ে যাবে
And from close to the ground
এবং মাটির কাছ থেকে
Will rise curled green twigs,
জন্মাবে কুকড়ানো সবুজ ডালগুলো,
Miniature boughs
ক্ষুদ্র ডালগুলি
Which if unchecked will expand again /
যেগুলি যদি লক্ষ্য করা(প্রতিহত) না হয়, আবার বিস্তারিত হবে
(যদি তাদের ছেঁটে না ফেলা হয় আবার বাড়তে থাকবে)
To former size
আগের আকারে।
(পূর্বের রুপে)
No
না
The root is to be pulled out-
শিকড়টাকে টেনে তুলতে হবে-
Out of the anchoring earth;
আশ্রয়দাতা মাটির ভেতর থেকে বাইরে;
(মাটির নিরাপদ উৎস থেকে)
It is to be roped, tied,
এটাকে দড়ি বাঁধতে হবে
And pulled out-snapped out
এবং উপড়ে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে
Or pulled out entirely,
অথবা পুরোটাই টেনে তুলতে হবে,
Out of the earth-cave,
পৃথিবীর গহ্বর থেকে
And the strength of the tree exposed,
এবং গাছের শক্তি উন্মুক্ত হয়ে যাবে,
The source, white and wet, উৎসটা, সাদা এবং ভেজা,
The most sensitive,
সবথেকে সংবেদনশীল ,
hidden for years inside the earth.
লুক্কায়িত ছিলো বছরের পর বছর ধরে মাটির মধ্যে।
Then the matter এর পরের ব্যাপারটা/বিষয়টা হল
Of scorching and choking ঝলসানো আর শ্বাসরোধ করা(কোষগুলো নির্জীব করা)
In sun and air রৌদ্রে এবং বাতাসে
Browning, hardening,
Twisting, withering,
মোচড় দেয়া(মোচড়ানো), শুকিয়ে ফেলা,
And then it is done
এবং তবেই এটা হবে।
(আর তারপর কাজ শেষ)
Comments
Post a Comment