Madhyamik Result 2022
৩রা জুন মাধ্যমিকের ফল
RESULT SERVER 1 / RESULT SERVER 2-2022
AT 10:00 A.M
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৩রা জুন প্রকাশ হবে। পরীক্ষার ফলাফল সকাল ৯টার সময় প্রকাশ করা হবে বলে পর্ষদ সুত্রে জানা গিয়েছে ।সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ।
৬০% এর বেশি মার্কস পেলে রয়েছে মোট Rs .৪০ ,০০০ টাকার স্কলারশিপ ।স্কলারশিপ গুলোর নাম এবং ওয়েবসাইট জানতে এখানে টিপুন -SCHOLARSHIP 2022 .
SMS -র মাধ্যমে ফলাফল জানতে হলে লিখতে হবে WB10ROLL NO
পাঠাতে হবে 5676750
Website র মাধ্যমে ফলাফল জানতে হলে এখানে ক্লিক করুন RESULT 1/ RESULT 2 (AT 10 A.M)
মাধ্যমিকে প্রথম হয়েছে অর্ণব গরাই (৬৯৩ ) ,{বাঁকুড়া ,রামহরিপুর রামকৃষ্ণ মিশন।}
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?
1)প্রথমে সাইটে যেতে হবে। ( সাইট)(CLICK HERE TO GET RESULT)
২) Results লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
4) Submit এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
৬০% এর বেশি মার্কস পেলে রয়েছে মোট Rs .৪০ ,০০০ টাকার স্কলারশিপ ।স্কলারশিপ গুলোর নাম জানতে এখানে টিপুন -SCHOLARSHIP 2022
Comments
Post a Comment