How to make a folder on the Desktop?

 HOME >COMPUTER(V-XII)

How to make  folder on the Desktop?


 Desktop-এ ফোল্ডার তৈরি করার পদ্ধতি :


(1) প্রথমে Desktop এর ফাঁকা স্থানে Right Click করলে একটি পপআপ মেনু আসবে। এই মেনু থেকে New অপশনটি সিলেক্ট করলে একটি সাব-মেনু আসে।


(II) এরপর ওই সাব-মেনুর মধ্যস্থিত Folder-এ ক্লিক করলে Desktop এ New Folder নামে একটি নতুন আইকন তৈরি হয়।


(iii) সবশেষে Folder-টির নাম দিয়ে <Enter> প্রেস করতে হবে।


[Steps: Desktopএ Right Click → New → Folder →→ Give Folder Name →→ Enter]

Comments