Cyber Crime || What is "Cyber Crime"?

Home

Cyber Crime

What is "Cyber Crime"? 


Cyber Crime : বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের অগ্রগতির সঙ্গে সঙ্গে Cyber Crime খুবই মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে। কিছু অসৎ ব্যক্তি, সংস্থা বা ওয়েবসাইট ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন উপায়ে ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টসের তথ্য, গোপনীয় গুরুত্বপূর্ণ ফাইল চুরি করার চেষ্টা করে। তাই Cyber Crime থেকে রক্ষা পেতে আমাদের কি করা উচিত ও কি করা উচিত নয় তা অবশ্যই জানা প্রয়োজন।


কি করা উচিত ও কি করা উচিত নয় :


i)কোনো অপরিচিত ব্যক্তি বা ওয়েবসাইটকে Personal অথবা Financial details দেওয়া উচিত নয়।


ii) সন্দেহজনক কোনো ফাইল ডাউনলোড করা উচিত নয়।


iii) Password প্রয়োগে সচেতন থাকতে হবে অর্থাৎ Password  এমন দিতে হবে যা সহজে Predict করা যায় না এবং Passwordটি Number, Letter ও Symbol-এর সংমিশ্রণে হলে ভাল হয়।


iv) ইন্টারনেট ব্যবহারকারীদের নিজের কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইন্সটল ও নিয়মিত আপডেট করতে হবে।


v) অপরিচিত ওয়েবসাইট ভিজিট না করাই ভাল।


vi) অ্যাকাউন্ট Login করার পর অবশ্যই Log-out করা উচিত।


vii) সোস্যাল মিডিয়ার বন্ধুদের থেকে কোনো অপ্রত্যাশিত লিঙ্ক-এ ক্লিক বা ফাইল ডাউনলোড করা উচিত নয়।


viii) ইন্টারনেট ব্যাঙ্কিং করতে হলে অবশ্যই তা বিশ্বস্ত কিনা খতিয়ে দেখে নেওয়া উচিত।


ix) অপরিচিত মেল না খুলে ডিলিট করে দেওয়াই ভাল।


x) নিজের কম্পিউটারের Cookies ও History প্রত্যেকদিন ডিলিট করতে হবে।


Comments