The Snail : Questions and Answers.
Class-X, WBBSE
Questions and Answers of The Poem,
"The Snail".
1. What does the snail usually stick itself to? [Or] Which objects does the snail stick to? [শামুক সাধারণত নিজেকে কোথায় আটকে রাখে?] অথবা [শামুক কোন্ কোন্ বস্তুতে আটকে থাকে?]
Ans. The snail sticks close to the grass, leaf, fruit or wall. [শামুক ঘাসে, পাতায়, ফুলে কিংবা দেওয়ালে আটকে থাকে।]
2. Where does the snail never fear to fall from? [শামুক কোথা থেকে পড়ে যাওয়ার ভয় পায় না?]
Ans. The snail never fears to fall from the grass, leaf, fruit, or wall. [শামুক ঘাস, পাতা, ফল কিংবা দেয়াল থেকে পড়ে যাওয়ার ভয় কখনোই করে না।]
3. When does the snail hide in his house? [Or] When does the snail hide? [শামুক কখন নিজের ঘরের মধ্যে লুকোয়?] অথবা [শামুক কখন লুকোয়?]
Ans. The snail hides in his house at the time of coming danger. He can sense any future danger and he hides himself in his own shell. [শামুক আসন্ন বিপদের সময় নিজের ঘরের মধ্যে লুকোয়। সে আসন্ন বিপদ আঁচ করতে পারে এবং নিজেকে খোলকের মধ্যে লুকিয়ে ফেলে।]
Or
The snail hides in his house when danger imminent betides of storm, or other harm besides of weather.
4. What does the snail do at the time of danger? [Or] What does the snail do when danger comes? [বিপদের সময় শামুক কী করে?] অথবা [বিপদ এলে শামুক কী করে?]
Ans. At the time of danger the snail hides himself in his house -his shell. [ বিপদের সময় শামুক নিজেকে তার ঘরের মধ্যে লুকিয়ে ফেলে— যেটি আসলে তার খোলক।]
5. Where does the snail find safety? [শামুক কোথায় নিরাপত্তা পায়?
Ans. The snail finds safety within his house, his own hard shell. [ শামুক তার বাড়ি অর্থাৎ তার নিজের শক্ত খোলকে নিরাপত্তা খুঁজে পায়।
6. What happens when someone touches the horns of a snail slightly? [শামুকের শুঁড়কে সামান্য স্পর্শ করলে কী ঘটে? ]
Ans. When someone touches the horns of a snail slightly, he shrinks back into his shell with much displeasure. [শামুকের শুঁড়কে সামান্য স্পর্শ করলেই সে অসন্তোষের সঙ্গে নিজেকে তার গোলকের মধ্যে মুটিয়ে নেয় )
7. What is meant by 'self-collecting pow'r'? [Or] What do you mean by 'self-collecting pow'r'? ['Self-collecting power' বলতে কী বোঝানো হয়েছে?] অথবা [ 'Self-collecting pow'r' কথাটির অর্থ কী? ]
Ans. The expression 'self-collecting pow'r' means the snail's self- controlling power. ['Self-collecting pow'r' কথাটির দ্বারা শামুকের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকে বোঝানো হয়েছে।
8. What kind of a life does the snail live? [শামুক কেমন ধরনের জীবনযাপন করে?]
Ans. The snail lives a lonely life. He lives a well satisfied life like a hermit. [শামুক নির্জন জীবনযাপন করে। সে নির্জনবাসী সন্ন্যাসীর মতো পরিতৃপ্ত জীবন কাটায়।)
9. How does the snail live in his house? [Or] How does the snail live his life? [শামুক কীভাবে নিজের ঘরের মধ্যে বাস করে?] অথবা [শামুক কীভাবে নিজের জীবনযাপন করে?]
Ans. The snail lives a lonely life. He has no belongings of his own, nor any want for possessions. He lives a well satisfied life like a hermit in his house. [শামুক এক নির্জন জীবন কাটায়। তার না আছে নিজের কোনো সম্পত্তি না আছে সম্পদ লাভের চাহিদা। সে তার নিজের ঘরে নির্জনবাসী সন্ন্যাসীর মতো পরিতৃপ্ত এক জীবন কাটায়।]
10. Why does the snail live alone? [শামুক একাকী জীবন কাটায় কেন?]
Ans. The snail lives all alone because he prefers a calm and quiet life. [শামুক শান্ত ও নির্বান্ধা জীবন কাটাতে চায় বলে একাকী জীবন কাটায়।]
11. What makes the snail well satisfied? [শামুককে কী পরিতৃপ্ত করে? ]
Ans. To be his own whole treasure makes the snail well satisfied. [ নিজেই নিজের পরিপূর্ণ সম্পদ হয়ে ওঠা শামুককে পরিতৃপ্ত করে।]
12. What does the snail consider to be his own whole treasure? [শামুক নিজের পরিপূর্ণ সম্পদ হয়ে ওঠা বলতে কাকে মনে করে?]
Ans. The self-sufficient life of the snail without any want or possession is to be his own whole treasure. [ নিজেই নিজের পরিপূর্ণ সম্পদ হয়ে ওঠা বলতে শামুকের সম্পত্তির প্রতি চাহিদাহীন আত্মতৃপ্ত জীবনকে বোঝায় |]
13.Where does the snail live?
Ans: The snail lives in his house i.e his shell.
14.With whom does the snail live?
Ans : The snail lives alone.
15.Where does the snail shrink?
Ans: The snail shrinks into his house,his own hard shell.
16.Who must be worse than blind?
Ans :Who seeks him must be worse than blind .
17.When does the snail show his self collecting power?
Ans : When someone touches his horns slightly,the snail shows his self collecting power.
18.When does the snail feed faster?
The snail feeds faster when he meets one i. e another snail.
Or While eating, when the snail meets one, he feeds faster.
WBBSE
CLASS X
Questions ,Answers, Grammar & Writings of
Class X
1.FATHER'S HELP
-----R. K. NARAYAN
A. (i)Short Questions and Answers of "Father's Help",UNIT- 1
(ii)Short Questions & Answers Unit- 2
(iii)Short Questions & Answers of Father's Help Unit- 3.
B. (i) TEXTUAL GRAMMAR OF FATHER'S HELP (UNIT -1)
(ii)TEXTUAL GRAMMAR OF FATHER'S HELP ,UNIT -2.
2.FABLE
Ralph Waldo Emerson
(i) Short Questions & Answers of 'Fable'
(ii) Textual Grammar of the poem ' Fable'
Comments
Post a Comment