Important Questions and Answers of General Studies /General Knowledge for Food SI, WBCS,MTS, RAIL, SSC, GROUP D,etc.

Questions and Answers of General Studies /General Knowledge

For all competitive examinations like Food SI, WBCS,MTS, RAIL, SSC, GROUP D,etc.




1.2010 সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়িয়া তোলার জন্য কোন দেশ সম্প্রতি ASEAN-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করিয়াছে ?

 (A) ভারত (B) চিন (C) অস্ট্রেলিয়া (D) জাপান

Ans. (B)

2.  জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়

(A) 1914 সালে (B) 1916 সালে (C) 1918 সালে (D) 1919 সালে

Ans. (D)

3. 'ভয়েস অফ ইণ্ডিয়া' প্রকাশিত হইত

(A) কলকাতা হইতে (B) বোম্বাই হইতে (C) মাদ্রাজ হইতে (D) দিল্লী হইতে

Ans. (D)

4.অক্টোবর 2002 সালের কম্যুনিস্ট পার্টি কংগ্রেসে জিয়াং জেমিনের স্থলে চীনের রাষ্ট্রপতি হিসাবে কে কার্যভার গ্রহণ করেন ?

(A) ওয়েং কাইশেং (B) ঝ্যাং জেইয়াং (C) লাও জাইচেন (D) হু জিনতাও

Ans. (D)

5. লবণ আন্দোলন (1930 ) শুরু হয় কোথা হইতে ?

(A) আমেদাবাদ (B) রাজকোট (C) বরোদা (D) ভাবনগর

Ans. (A)

6. অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার প্রথম করেন :

(A) কানিংহাম (B) প্রিন্সেপ (C) আর. এল. মিত্র (D) বার্জেস

Ans. (B)

7. রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

(A) 1781 সালে (B) 1761 সালে (C) 1771 সালে (D) 1791 সালে।

Ans. (A)

8.


9.

10. কোন সালে গান্ধী রাজদ্রোহের অভিযোগে ছয় বৎসরের জন্য বন্দী হন ।

(A) 1920 (B) 1922 (C) 1923 (D) 1924

Ans. (B) 

11.নিম্নবর্ণিত কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাব করতে ব্যবহৃত হয় না ?

(A.) সরকার ক্রীত দ্রব্যাদি (B) ব্যক্তিগত বিনিয়োগ (C) নাগরিকদের মাথাপিছু আয় (D) নীট বৈদেশিক বিনিয়োগ

Ans. (C)

12.হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন

(A) মদনমোহন তর্কালঙ্কার (B) বেথুন (C) ডিরোজিও (D) প্যারীচাঁদ মিত্র

Ans. (A)

13.কলসপত্রী উদ্ভিদ  (Pitcher Plant)  হইল

(A) স্বভোজী (B) পরভোজী (C) পতঙ্গভুক (D) আন্তিনোমরফিক

Ans. (C)

14.ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশী। তাহা হইল

(A) 767 প্রতি বর্গকিমি (B) 747 প্রতি বর্গকিমি (C) 500 প্রতি বর্গকিমি (D) 615 প্রতি বর্গকিমি

Ans. (A)

15.সন্ধ্যাকর নন্দী কোন্ রাজবংশের সভাকবি ছিলেন ?

(A) প্রতিহার (B) রাষ্ট্রকূট (C) সেন (D) পাল

Ans. (D)

16. আদালতের নির্দেশ অনুসারে কোন ভারতীয় শহরে সরকার পরিচালিত বাসগুলি ডিজেলের পরিবর্তে CNG ব্যবহারোপযোগী করিয়া তোলা হইতেছে ?

(A) ব্যাঙ্গালোর (B) হায়দরাবাদ (C) নয়াদিল্লী (D) মুম্বাই

Ans. (C)

17."স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তাহা চাই"। — বলিয়াছিলেন

(A) বিপিনচন্দ্র পাল (B) লালা লাজপত রায় (C) বালগঙ্গাধর তিলক (D) অরবিন্দ ঘোষ  

Ans. (C)

18. হাইড্রোজেন বোমা যে নীতির উপর নির্ভর করিয়া তৈরি হয় তাহা হইল, (A) নিউক্লিয়ার ফিসন (B) নিউক্লিয়ার ফিউশন (C) নিউক্লিয়ার এক্সপ্লোশন (D) কোনটাই

Ans: (B)

19.দার্জিলিং-এর নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম-এর উচ্চতা হইল

(A)2247 মি (B) 3000 মি (C) 8848 মি (D) 2000.

Ans. (A)

20.AIDS হইল

(A) ভাইরাস ঘটিত অসুখ (B) ছত্রাক ঘটিত অসুখ (C) ব্যাক্টেরিয়া ঘটিত অসুখ (D) জীন ঘটিত অসুখ

Ans. (A)


Subscribe our YouTube Channel-https://youtube.com/@pgresearchcentre738


Download this pdf


Comments