কম্পিউটার পরিচিতি

HOME

CLASS -V ,CLASS-VI,CLASS-VII,CLASS-VIII,CLASS-IX ,CLASS-X

LESSON-1

(COMPUTER FUNDAMENTALS )

কম্পিউটার পরিচিতি  

1.কম্পিউটারে তথ্য বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয়- (a) স্টোরেজ (b) আউটপুট (c) ডেটা প্রসেসিং (d) ইনপুট

Ans :(c) ডেটা প্রসেসিং

2.ডেটাকে প্রসেস করে পাওয়া যায়- (a) মেমোরি (b) ইনপুট (c) ডেটা (d) ইনফরমেশন

Ans:(d) ইনফরমেশন

3. যে যন্ত্রগুলি তথ্য সঞ্চয় করে, তাদের বলা হয়- (a) ইনপুট (b) প্রসেস (c) আউটপুট (d) মেমোরি

Ans: (d) মেমোরি

4. নীচের কোনটি  প্রাইমারি মেমোরি ? (a) RAM (b) হার্ড ডিস্ক (c) ফ্লপি ডিস্ক (d) পেন ড্রাইভ

Ans: (a) RAM 

5. নীচের কোনটি সেকেন্ডারি মেমোরি? (a) হার্ড ডিস্ক (b) RAM (c) CPU (d) প্রিন্টার

Ans: (a) হার্ড ডিস্ক 

6. লেখা ও ছবিগুলিকে প্রিন্ট করার যন্ত্র হল- (a) মনিটর (b) প্রিন্টার (c) স্পিকার (d) হেডফোন

Ans: (b) প্রিন্টার

7. GB কথাটির পুরো নাম হল-

(a) জিগাবাইট (b) গিগাবাইট (c) জিয়োগ্রাফি বুক (d) জিয়োমেট্রি বক্স

Ans: (b) গিগাবাইট

8.কম্পিউটারের ইনপুট যন্ত্রটি হল-

(a) কিবোর্ড (b) মনিটর (c) প্রিন্টার (d) স্পিকার

Ans :(a) কিবোর্ড 

9. কম্পিউটারের আউটপুট যন্ত্রটি হল- (a) প্রিন্টার (b) মাউস (c) স্ক্যানার (d) জয়স্টিক

Ans :(a)প্রিন্টার 

10.কম্পিউটারের প্রসেসিং যন্ত্রটি হল-  (a) মাউস (b) সিপিইউ (c) হার্ড ডিস্ক (d) পেন ড্রাইভ

Ans :(b) সিপিইউ

11.মাউসের বাম বাটনে দুবার চাপ দেওয়াকে বলা হয়- (a) ক্লিক (b) ডাবল ক্লিক (c) রাইট ক্লিক (d) স্কুল

Ans : (b) ডাবল ক্লিক

12.মাউসের ডান বাটনে একবার চাপ দেওয়াকে বলা হয়- (a) ক্লিক (b) ডাবল ক্লিক (c) রাইট ক্লিক (d) স্কুল

Ans :(c) রাইট ক্লিক 

13.মাউসের মাঝখানের বাটনটিকে উপরে-নীচে ঘোরানোকে বলা হয়- (a) ক্লিক (b) ডাবল ক্লিক (c) রাইট ক্লিক (d) স্ক্রলিং

Ans :(d) স্ক্রলিং

14.কোনো আইকনকে একস্থান থেকে অন্য স্থানে টেনে ছেড়ে দেওয়াকে বলা হয়- (a) ড্রাগ অ্যান্ড ড্রপ (b) ডাবল ক্লিক (c) রাইট ক্লিক (d) স্ক্রলিং

Ans :(a) ড্রাগ অ্যান্ড ড্রপ

15. OMR একপ্রকার (a) ইনপুট (b) প্রসেসিং (c) আউটপুট (d) স্টোরেজ

Ans : (a) ইনপুট

16.আঙুল দিয়ে স্পর্শ করে কম্পিউটারকে নির্দেশ দেওয়ার যন্ত্র- (a) স্ক্যানার (b) টাচ স্ক্রিন (c) বারকোড রিডার (d) ডিজিটাল ক্যামেরা

Ans : (b) টাচ স্ক্রিন

17. নীচের কোন্ যন্ত্রটি তথ্য বিশ্লেষণ-এর কাজ করে ? (a) ROM (b) RAM (c) CPU (d) UPS

Ans : (c) CPU

1৪. নীচের কোন্ যন্ত্রটি গণিত সংক্রান্ত সমস্যার সমাধান করে ? (a) LIGHT PEN (b) UPS (c) CU (d) ALU 

Ans :(d) ALU 

19.মনিটর একপ্রকার_________ ডিভাইস।  (a) ইনপুট (b) আউটপুট (c) প্রসেসিং (d) স্টোরেজ

Ans: (b) আউটপুট 

20. জয়স্টিক একপ্রকার (a) ইনপুট (b) আউটপুট (c) প্রসেসিং (d) স্টোরেজ

Ans :(a) ইনপুট 


Comments