Home> Job >Question & Answers (Food SI)
ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দফতরে ‘ফুড সাব-ইন্সপেক্টর' পদের অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে২৩ আগস্ট থেকে।
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর আর প্রাক্তন সমরকর্মী ও সরকারি কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। বাংলা ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানা দরকার।
Salary
মূল মাইনে : ৫,৪০০-২৫,২০০ টাকা ও গ্রেড পে ২,৬০০ টাকা।
Syllabus & Question Pattern
১০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের এইসব বিষয়ে : জেনারেল স্টাডিজ ৫০ নম্বরের, অ্যারিথমেটিক ৫০ নম্বরের। প্রশ্ন হবে বাংলায়। সময় থাকবে দেড় ঘন্টা। সফল হলে পার্সোন্যালিটি টেস্ট। পরীক্ষা হবে কলকাতা-সহ অন্যান্য জেলায়।
Vacancy
শূন্যপদ আছে প্রায় ১ হাজারের মতো।
480 (Existing)
[Unreserved – 220, SC – 97, ST – 29, OBC(A) – 48, OBC(B) – 34, PwBD(Blindness & Low
Vision)-05, SC PwBD (Locomotor disability including cerebral palsy, leprosy cured, dwarfism, acid attack
victims and muscular dystrophy) – 04 ,PwBD (Deaf & Hard of hearing)-05, PwBD (Autism, Intellectual
disability, specific learning disability, mental illness & multiple disability)-05, Ex Service Men –24
(Unreserved- 19, SC-05), Meritorious Sportsperson- 09(UR)] in terms of Labour Department
Notification No. Labr./280/Emp/1M-2/16 dated 08.07.2019.
Download the official notification
29 (Backlog) [PwBD (Blindness or Low Vision)-10, PwBD (Deaf and Hard of Hearing)-09,
PwBD (Autism, Intellectual Disability, Specific Learning Disability, Mental Illness and Multiple Disabilities) –
10 )] in terms of Labour Department Notification No. 50-Emp/1M-25/98 dated 01.03.2011.
Download the official notification
Comments
Post a Comment