Short Questions and Answers of Windows 10

Home > All Classes

Short Questions and Answers of Windows 10

1. উইন্ডোস 10 একপ্রকার-

(a) অপারেটিং সিস্টেম (b) আন্টিভাইরাস (c) ভাইরাস (d) ওয়ার্ড প্রসেসর

Ans:(a) অপারেটিং সিস্টেম

2. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রোপ্রাইটারি সফটওয়্যার ? (a) উইন্ডোস 10 (b) ওপেন অফিস (c) গুগল ক্রোম (d) লিনাক্স

Ans: (a) উইন্ডোস 10

3. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওপেন সোর্স সফটওয়্যার ? (a) লিনাক্স (b) উইন্ডোস 10 (c) অফিস 365 (d) ফোটোশপ

Ans:(a) লিনাক্স 


4. উইন্ডোস 10-এর প্রথম প্রদর্শিত দৃশ্যটিকে কী বলা হয় ? (a) পয়েন্টার (b) মাউস পয়েন্টার (c) উইন্ডো (d) উইন্ডোস ডেস্কটপ

Ans:(d) উইন্ডোস ডেস্কটপ

5. উইন্ডোস 10 ডেস্কটপের সবচেয়ে নীচের অঞ্চলটিকে কী বলা হয় ? (a) টাইটেল বার (b) ওয়ালপেপার (c) ব্যাকগ্রাউন্ড (d) টাস্কবার

Ans:(d) টাস্কবার

6. নীচের কোনটির সাহায্যে Voice-এর সাহায্যে প্রোগ্রাম চালু করা যায় ? (a) অ্যাকশন সেন্টার (b) সার্চ বক্স (c) টাস্ক ভ্যিউ (d) কর্টানা

Ans:(d) কর্টানা

7. উইন্ডোস 10 -এ 🅾 - এই আইকনটির নাম কী ? (a) অ্যাকশন সেন্টার (b) পাওয়ার (c) কর্টানা (d) ব্যাটারি ইনডিকেটর

Ans:(c) কর্টানা

৪. উইন্ডোস 10-এ এই আইকনটির নাম কী ? (a) অ্যাকশন সেন্টার (b) পাওয়ার (c) কর্টানা (d) ব্যাটারি ইনডিকেটর

Ans:(a) অ্যাকশন সেন্টার 

9. উইন্ডোস 10 -এএই আইকনটির নাম কী ?

(a)স্টার্ট (b) পাওয়ার (c) কর্টানা (d) ব্যাটারি ইনডিকেটর

Ans:(a)স্টার্ট

10. উইন্ডোস 10 -এএই আইকনটির নাম কী ?

a) স্টার্ট (b) পাওয়ার (c) কর্টানা (d) ব্যাটারি ইনডিকেটর

Ans:(b) পাওয়ার 

11. কোন্ ভ্যিউতে অ্যাপগুলিকে ছোটো ছোটো টালির ন্যায় দেখা যায়?

a) নর্মাল ভ্যিউ (b) টাস্ক ভ্যিউ (c) সার্চ বক্স (d) নোটিফিকেশন এরিয়া

Ans(b) টাস্ক ভ্যিউ

12. কোন্ কম্যান্ড দিয়ে কম্পিউটার বন্ধ করা যায় ? (a) লগ-ইন (b) সাইন-ইন (c) রিস্টার্ট (d) শাটডাউন

Ans: (d) শাটডাউন

13. GUI পরিবেশে ব্যবহৃত হয়-

(a) মাউস (b) আইকন (c) মেনু (d) সবগুলি

Ans:(d) সবগুলি

14. উইন্ডোস 10 GUI-এর প্রথম প্রদর্শিত স্ক্রিনটি হল-

(a) মেনু (b) ফোল্ডার 10 (c) আইকন (d) ডেস্কটপ

Ans:(d) ডেস্কটপ

15. নীচের কোনটি ডেস্কটপ আইকন?

(a) দিস্ পিসি (b) নেটওয়ার্ক (c) মাইক্রোসফট এজ (d) সবগুলি

Ans:d)সবগুলি

16. This PC উইন্ডোর মধ্যে প্রদর্শিত হয়-

(a) C ড্রাইভ (b) D ড্রাইভ (c) Documents (d) সবগুলি

Ans:d)সবগুলি

17. This PC আইকন ব্যবহার করে নীচের কোন্ কাজটি পরিচালনা করা হয় ?

(a) ফাইল পরিচালনা (b) ফোল্ডার পরিচালনা (c) উভয়ই (d) কোনোটিই নয়

Ans:c)উভয়ই

18.নীচের কোন্ আইকনের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসগুলিকে ব্যবহার করা যায় ?

(a) নেটওয়ার্ক (b) মাইক্রোসফট এজ (c) ডকুমেন্টস (d) রিসাইক্যাল বিন

Ans:(a) নেটওয়ার্ক

19. নীচের কোনটিতে ডিলিট করা ফাইল সঞ্চিত থাকে ? (a) ডকুমেন্টস (b) রিসাইক্যাল বিন (c) নেটওয়ার্ক (d) This Pic

Ans:(b) রিসাইক্যাল বিন

20. নীচের কোনটি ওয়েব ব্রাউসার ? (a) রিসাইক্যাল বিন (b) দিস পিসি (c) মাইক্রোসফট এজ (d) ডকুমেন্টস

Ans: (c) মাইক্রোসফট এজ 

21. নীচের কোনটির সাহায্যে ইন্টারনেট করা যায় ? (a) রিসাইক্যাল বিন (b) দিস পিসি (c) ডকুমেন্টস (d) মাইক্রোসফট এজ

Ans:d)মাইক্রোসফট এজ 

22. কোন্ অপশনটি ব্যবহার করে রিসাইক্যাল বিন থেকে ফাইলকে রিস্টোর করা যায় ?

(a) রিস্টোর (b) কপি (c) মুভ (d) কোনোটিই নয়।

Ans: a)রিস্টোর

Comments