শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট

Home>Main Menu >Life Style (More)

পশ্চিমবঙ্গে  শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)


২০ অক্টোবর, শুক্রবার  :  ( শ্রীশ্রীদুর্গাষষ্ঠী) 

পূৰ্ব্বাহ্ণ ৯।২৮। ষষ্ঠী রাত্রি ৯।৮ পর্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। পুর্ব্বাহ্ণ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮|৩১ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা (অকৃতো বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।)


 ২১ অক্টোবর, শনিবার : ( মহাসপ্তমী) 

পূৰ্ব্বাহ্ণ ৯। ২৮। সপ্তমী রাত্রি ৭।২১ পর্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পূর্ব্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে নিবা ৭।৫ গতে পূৰ্ব্বাহ্ণ মাধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অভ্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ১০৫৮ গতে ১১৪৬ মধ্যে দেবীর অন্ধ্ররাত্রবিহিত পূজা।


২২ অক্টোবর, রবিবার ( মহাষ্টমী

সুঃ উঃ ৫।৪০, অঃ ৫।৪    ।     পূৰ্ব্বাহু ৯|২৮   মহাষ্টমী সন্ধ্যা ৫।১৮ পর্যন্ত। পুর্ব্বাহু মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। সন্ধ্যা ৪|৫৪ গতে রাত্রি ৫|৪২ মধ্যে সন্ধিপূজা। 

সন্ধ্যা ৪|৫৪ গতে সন্ধিপূজারম্ভ।

সন্ধ্যা ৫। ১৮ গতে বলিদান।

রাত্রি ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন



২৩ অক্টোবর, সোমবার (মহানবমী)

 অপুৰ্ব্বাহ্ণ ৯|২৮। মহানবমী দিবা ৩|৪ পর্যন্ত। পূৰ্ব্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭|৬ মধ্যে পুনঃ দিবা ৮।৩১ হাতে পূৰ্ব্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রির ব্রত সমাপ্ত (অকৃতো কাল বেলানুরোধে নিরবকাশে ন বহু সন্নতঃ)। পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।


২৪ অক্টোবর, মঙ্গলবার :(বিজয়াদশমী)

পূর্বাহ্ণ ৯। ২১। দশমী দিবা ১২।৪২ পর্যান্ত। পূৰ্ব্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু করলোনুরোধে নিরা ৭৬ মধ্যে পুনঃ দিবা ৮|২ গতে পূৰ্ব্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃতো বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মত) দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। কুলাচারানুসারে নিসজ্জাে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য।


Download




Comments