কার্ডিওলজিস্ট ডাঃ শুভম মুখার্জির এই অকল্পনীয় প্রচেষ্টা বাস্তবায়নে সবাই সামিল হোন...
👇👇✍️ ডাঃ শুভম মুখার্জি
৫ টাকায় রোগী দেখব, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আজ তা পূরণ হতে চলেছে। আমি আজ খুবই খুশি, আজ আমার স্বপ্ন পূরণের দিন। আমি আপনাদেরকে বলেছিলাম যে রবিবার জানাবো বিশদ বিবরণ।
প্রথমে এটা আমার প্রয়াস ছিল। কিন্তু আমার বাকি ডাক্তার-ফ্রেন্ডগুলো বিষয়টি জানার পর, তারাও আগ্রহ দেখাতে আমরা সব ডিপার্টমেন্টেরই চিকিৎসার জন্য ডাক্তার পেয়েছি।
*নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ তথ্য :*
🛑 033 2440 5178211 এই নম্বরে কল করে টিকিট করিয়ে নেবেন।
🛑 এখানে 5 টাকার বিনিময়ে ডক্টর দেখানো যাবে।
🛑 যে কোনো রোগ সংক্রান্ত চিকিৎসার যাবতীয় পরীক্ষা বিনামূল্যে বা 100 টাকার বিনিময়ে করানো হবে।
🛑 OPD সময়সীমা সকাল 8 থেকে 12 টা 30 পর্যন্ত। যদি পেশেন্ট বেশি থাকে, তাহলে যতক্ষণ পেশেন্ট দেখা শেষ না হয় ততক্ষণ ডাক্তারবাবু দেখবেন। আমরা অবশ্যই সময়সীমাটাকে বাড়ানোর চেষ্টা করব।
🛑 পারলে সকাল সকাল লাইন দেওয়ার চেষ্টা করবেন।
🛑 খাবার সুবন্দোবস্ত আছে। ২৫ টাকার বিনিময়ে থাকা ও খাওয়া সম্পূর্ণ করতে পারবেন।
🛑 যেকোনো বড়ো অপারেশন খুব খুব স্বল্প মূল্যে করা হয় এখানে।
🛑 এখানে চিকিৎসার জন্য বেশিরভাগ ঔষধ বিনামূল্যে অথবা খুব স্বল্পমূল্যে পাওয়া যাবে।
🛑 এটা সম্পূর্ণরূপে খেটে-খাওয়া, দুঃস্থ, গরিব মানুষদের সেবাপ্রদানের স্বার্থে আমাদের একটা ছোট প্রয়াস।কোনো দালাল বা দালাল মারফত টাকা আদান-প্রদান ও বুকিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ধৈর্য্য সহকারে শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন, একজন রোগী একজন ডক্টরের কাছে ভগবান-তুল্য, আমরা আপনাদের সঠিক সেবা দানে সর্বদা সক্রিয় থাকব।
🛑 এখানে সব রকমের চিকিৎসা হয় এবং সেটা জাতি-ধর্ম নির্বিশেষে।
🛑 ঠিকানা এবং কন্ট্যাক্ট নম্বর... 👇👇
১) 211, Rash Behari Avenue, Ballygunge, Kolkata, West Bengal
Ph. No. :- 033 2440 5178211 Rash Behari Avenue, Ballygunge
Kolkata, West Bengal 700019 (bharatsevashram)
২) Ramakrishna Mission Ashrama, Narendrapur, Kolkata-700103,
West Bengal, India
৩) নিউটউন ইকোপার্ক, WESTIN এর বিপরীতে, আমার ফ্ল্যাটেই (সাপুর্জি & THE ONE RAJARHAT)
🟢🟢 খেটে খাওয়া মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানুষের কাছে পৌঁছে দেবেন প্লিজ 🙏🙏
Share করুন, বিষয়টি সবার কাছে পৌঁছাক। আপনার সহায়তা বাঁচিয়ে দিক এক দুঃস্থ-অসুস্থ মানুষের প্রাণ। সর্বদাই আমরা মানুষের সেবা দিতে আপ্রাণ চেষ্টা করব। ভুল-ত্রুটি মার্জনীয়, আপনাদের বলব আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কোন্ ক্ষেত্রে, কোন্ দিক থেকে, যে কোনোভাবে বিষয়টি আরো ভালো করা যায়...তার জন্য আপনাদের মতামত জানানোর আহব্বান করছি। উৎসাহ পেলে ভবিষ্যতে আমরা আরো BRANCH বাড়াবো।
✍️ ডাঃ শুভম মুখার্জি
কার্ডিওলজিস্ট,
IPGMER and SSKM হসপিটাল।
Comments
Post a Comment