Bengali Meaning of The Garden Party by Katherine Mansfield


Bengali Meaning of The Garden Party by Katherine Mansfield



And after all the weather was ideal. They could not have had a more perfect day for a garden-party if they had ordered it. Windless, warm, the sky without a cloud. Only the blue was veiled with a haze of light gold, as it is sometimes in early summer. 

প্রকৃতপক্ষে পুরো আবহাওয়াটা খুব সুন্দর (আদর্শ) ছিল। যদি ওরা ওটা অর্ডার করত, তাহলে উদ্যান সম্মেলনের জন্য এত ভালো (উপযুক্ত) দিন ওরা কখনোই পেত না। বাতাসহীন, উষ্ণ , মেঘমুক্ত আকাশ। শুধুমাত্র নীল আকাশটি হাল্কা সোনালী আলোর ঘোমটা দ্বারা আবৃত ছিল, যেরকম গ্রীষ্মের শুরুতে মাঝে মাঝে হয়ে থাকে। 





The gardener had been up since dawn, mowing the lawns and sweeping them, until the grass and the dark flat rosettes where the daisy plants had been seemed to shine. As for the roses, you could not help feeling they understood that roses are the only flowers that impress people at garden-parties; the only flowers that everybody is certain of knowing. 


বাগানের মালি সেই ভোরবেলা থেকে উঠে ঘাসে ঢাকা জমিতে ঘাস কাটার যন্ত্র দিয়ে ঘাস কাটে, যতক্ষণ না পর্যন্ত ঘাসে ভরা গাঢ় জায়গাটিতে একটি গোলাপের নকশা তৈরী হয়, যেখানে ডেইজি ফুলগাছগুলোর উজ্জ্বল উপস্থিতি ছিল। এই গোলাপের জন্য আপনাকে অনুভব করতে হবেই যে ওরা জানে গোলাপই একমাত্র ফুল যা উদ্যান সম্মেলনে মানুষকে মুগ্ধ করে; এটিই একমাত্র ফুল যার সম্পর্কে সবাই নিশ্চিতভাবে জানে।





Hundreds, yes, literally hundreds, had come out in a single night; the green bushes bowed down as though they had been visited by archangels.


 শত শত, হ্যাঁ, সত্যিই শত শত, শুধুমাত্র এক রাত্রেই ফুটেছিল। আর সবুজ ঝোপগুলি এমনভাবে নুয়ে পড়েছিল যেন তাদের সঙ্গে দেখা করতে দেবদূত এসেছে।




Breakfast was not yet over before the men came to put up the marquee.

"Where do you want the marquee put, mother?"

"My dear child, it's no use asking me. I'm determined to leave everything to you children this year. Forget I am your mother. Treat me as an honoured guest."


প্রাতরাশ শেষ হওয়ার আগেই বড়ো তাঁবু খাটানোর জন্য লোকজন এসে হাজির হলো।

"মা, তুমি কোনখানটায় তাঁবু খাটাতে চাও?"

"সোনা, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমি এই বছর তোমাদের, সব বাচ্চাদের উপর সবকিছু ছেড়ে দেবার সিদ্ধান্ত মনস্থির করেছি। ভুলে যাও যে আমি তোমার মা। আমার সঙ্গে একজন সম্মানীয় অতিথির মত ব্যবহার করবে।"







But Meg could not possibly go and supervise the men. She had washed her hair before breakfast, and she sat drinking her coffee in a green turban, with a dark wet curl stamped on each cheek. Jose, the butterfly, always came down in a silk petticoat and a kimono jacket.

কিন্তু মেগ সম্ভবতঃ ছেলেগুলোকে দেখাশোনা করতে পারবে না। সকালের জলখাবার খাওয়ার আগেই তার মাথা ঘষা হয়ে গিয়েছিল। সবুজ রঙের পাগড়ি মাথায় বেঁধে সে কফি পান করছিল। তার দুই গালের উপর একটি করে কালো ভেজা কোঁকড়ানো চুল এসে পড়েছিল। জোস, তার একটি সিল্কের পেটিকোট এবং একটি কিমোনো জ্যাকেট পরে প্রজাপতির মতো নেমে এল।





"You'll have to go, Laura; you're the artistic one."

Away Laura flew, still holding her piece of bread-and-butter. It's so delicious to have an excuse for eating out of doors, and besides, she loved having to arrange things; she always felt she could do it so much better than anybody else.

"তোমাকে যেতেই হবে, ল্যরা; তুমি হলে একজন শিল্পী।"

ল্যরা তার মাখন লাগানো পাউরুটির টুকরোটা হাতে ধরা অবস্থাতেই ছুটে পালালো। যে কোনো অজুহাতে দরজার বাইরে গিয়ে খেলে বস্তুটি আরও সুস্বাদু লাগে, তার পাশাপাশি জিনিসপত্র গুছিয়ে রাখতেও সে খুব ভালবাসে, সে সবসময়ই ভাবে যে অন্য কারও চেয়ে সে যে কোনও কাজ আরও গুছিয়ে করতে পারে।



Four men in their shirt-sleeves stood grouped together on the garden path. They carried staves covered with rolls of canvas, and they had big tool-bags slung on their backs. They looked impressive. Laura wished now that she was not holding that piece of bread-and-butter, but there was nowhere to put it, and she couldn't possibly throw it away. She blushed and tried to look severe and even a little bit short-sighted as she came up to them.

হাতা তোলা শার্ট পরা চারজন লোক একসঙ্গে দল বেঁধে বাগানের পথে দাঁড়িয়েছিল। ক্যানভাসের রোল দিয়ে মুড়ে রাখা লাঠিগুলি তারা বহন করছিল এবং তাদের পিঠে বড় যন্ত্রপাতির ব্যাগ ঝোলানো ছিল। তাদেরকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। কিন্তু ল্যরা মনে মনে ভাবল যদি ওই মাখন- পাউরুটির টুকরোটা এখন তার হাতে আর না থাকত তাহলে ভালো হত কারণ ওটা রাখার কোনো জায়গা ছিল না, আর সম্ভবত সে সেটা ফেলেও দিতে পারবে না। সে খুব লজ্জা পেল এবং যথাসম্ভব গুরুগম্ভীর চালে একগুয়ে ভঙ্গিতে তাদের কাছাকাছি এসে দাঁড়ালো।







"Good morning," she said, copying her mother's voice. But that sounded so

fearfully affected that she was ashamed, and stammered like a little girl, "Oh- er-have you come is it about the marquee?"


"That's right, miss," said the tallest of the men, a lanky, freckled fellow, and he shifted his tool-bag, knocked back his straw hat and smiled down at her. "That's about it."


"সুপ্রভাত", সে তার মায়ের কন্ঠস্বর নকল করে বলল। কিন্তু স্বরটি এতই ভয়ঙ্কর শোনালো যে সে নিজেই লজ্জিত বোধ করল, এবং একটি বাচ্চা মেয়ের মতন অস্পষ্ট স্বরে বলল, "ও- আচ্ছা কি ওই তাঁবুর ব্যাপারে এসেছেন?" আপনারা


এদের মাঝে লম্বা, লিকলিকে আধময়লা লোকটা বলল, "আপনি ঠিকই ধরেছেন মিস।" এরপর সে তার যন্ত্রপাতির ব্যাগটির স্থান পরিবর্তন করল, খড়ের টুপিতে টোকা দিয়ে ওর পানে তাকিয়ে হাসল। "ওটার ব্যাপারেই এসেছি।"





His smile was so easy, so friendly, that Laura recovered. What nice eyes he had, small, but such a dark blue! And now she looked at the others, they were smiling too. "Cheer up, we won't bite," their smile seemed to say. How very nice workmen were! And what a beautiful morning! She mustn't mention the morning; she must be business-like. The marquee.

"Well, what about the lily-lawn? Would that do?"

লোকটার হাসিটা খুবই সহজ ও আন্তরিকতাপূর্ণ যা লারাকে সহজেই অভিভূত করল। লোকটার চোখ দুটো ছোটো ছোটো কিন্তু গাঢ় নীল। এবার সে অন্যদের দিকে তাকিয়ে দেখল তারাও হাসছে। ওদের হাসি যেন বোঝাতে চাইছে, "প্রাণ খুলে হাসো, আমরা কারো ক্ষতির কারণ হব না।" কর্মচারীগুলো কত ভদ্র আর আজকের সকালটাও কত সুন্দর। কিন্তু সকালের ব্যাপারে বলাটা ঠিক নয়, সে কাজ নিয়ে মাথা খাটাতে চায়। মূল ব্যাপার তাবু খাটানো।

"ভালো কথা, লিলিফুলে আচ্ছাদিত লনটি কেমন হয়? ওখানে হবে কি?"




And she pointed to the lily-lawn with the hand that didn't hold the bread-and- butter. They turned, they stared in the direction. A little fat chap thrust out his under-lip, and the tall fellow frowned

আর তার যে হাতে রুটি মাখন নেই, সেই হাত তুলে সে জায়গাটা নির্দেশ করল। তারা ঘুরে তাকালো সেই দিকে। ছোটো একটা মোটা মতো ছেলে ঠোঁটটা বাইরের দিকে বার করে কিছু একটা বলার চেষ্টা করল আর লম্বা লোকটা ভ্রু কোঁচকাল।

.



I don't fancy it," said he. "Not conspicuous enough. You see, with a thing like a marquee," and he turned to Laura in his easy way, "you want to put it somewhere where it'll give you a bang slap in the eye, if you follow me."

"আমার কাছে এটা আকষর্ণীয় মনে হয় না," সে বলল, "তাঁবুর পাশে এটা খুব একটা মানানসই হবে না" বলেই লোকটা তার স্বভাবসুলভ ভঙ্গিতে ল্যরার দিকে তাকাল। "আপনি এমন কোনো জায়গায় এটা খাটাতে চাইবেন যেখানে আপনার চোখে এটা ফুটে উঠবে। আপনি আমাকে অনুসরণ করতে পারেন।"

"



Laura's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of bangs slap in the eye. But she did quite follow him.

ল্যরার পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার শিক্ষা তাকে বিস্মিত করল এই ভেবে যে একজন কর্মচারী তাকে চোখের মোচড়ে ইশারা দিয়ে কথা বলল। কিন্তু, সে নিঃশব্দে তাকে অনুসরণ করল।




A corner of the tennis-court," she suggested. "But the band's going to be in one corner.

"এটা তো টেনিস কোর্টের এক কোণায়ও হতে পারে", সে পরামর্শ দিল। "কিন্তু একধারে তো আবার বাজনাবাদকেরা বসবে।"

"





"H'm, going to have a band, are you?" said another of the workmen. He was pale. He had a haggard look as his dark eyes scanned the tennis-court. What was he thinking?

"হুম, তাহলে আপনি বাজনার ব্যবস্থাও করেছেন দেখছি" আরেকজন - কর্মচারী বলল। তাকে খুব বিবর্ণ দেখাচ্ছিল। জীর্ণকায় লোকটি তার কালো চোখ দুটি দিয়ে টেনিস কোর্টটি খুঁটিয়ে দেখতে থাকল। কি ভাবছিল সে?




"Only a very small band," said Laura gently. Perhaps he wouldn't mind so much if the band was quite small. But the tall fellow interrupted.

"খুব ছোট্ট বাজনাবাদকের দল" ল্যরা নম্রভাবে বলল। যদিও ব্যান্ডটি ছোট হলে তার কিছু যায় আসবে না। কিন্তু লম্বা লোকটি তার (ল্যরার) কথার মধ্যে কথা বলল।







Look here, miss, that's the place. Against those trees. Over there. That'll do fine." Against the karakas. Then the karaka-trees would be hidden. And they were so lovely, with their broad, gleaming leaves, and their clusters of yellow fruit. They were like trees you imagined growing on a desert island, proud, solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendour. Must they be hidden by a marquee?

"এদিকে তাকান, মিস, ওই জায়গাটা ওখানেই ঠিকঠাক হবে।" ওই গাছগুলির কাছে। ওইখানে।

কারাকা গাছ গুলোর কাছে,তাহলে আবার কারাকা গাছ গুলো ঢেকে যাবে।গাছগুলি কি সুন্দর, বড় বড় চকচকে পাতা আর থোকা থোকা হলুদ ফল ভর্তি। ঠিক যেন মরুভূমির মাঝে বেড়ে ওঠা একাকী গর্বিত একটি কাল্পনিক গাছ যে তার পাতা আর ফলগুলি সূর্যের পানে মেলে ধরে। সামান্য একটা তাঁবুর কারণে সেগুলিকে ঢাকা কি দিতেই হবে?







They must. Already the men had shouldered their staves and were making for the place. Only the tall fellow was left. He bent down, pinched a sprig of lavender, put his thumb and forefinger to his nose and snuffed up the smell. 

ঢাকা পড়বেই। ইতিমধ্যেই লোকগুলি তাদের কাঁধ থেকে লাঠিগুলি নামিয়ে জায়গাটা তৈরি করতে লেগে পড়েছে। শুধুমাত্র লম্বা লোকটি বাদে। সে নীচু হল, ল্যাভেন্ডারের থেকে একটু ফেঁকড়ি ছিড়ল, আর তার দুটি আঙুল নাকের সামনে ধরল গন্ধ নিতে।

 





When Laura saw that gesture she forgot all about the karakas in her wonder at him caring for things like that-caring for the smell of lavender. How many men that she knew would have done such a thing? Oh, how extraordinarily nice workmen were, she thought.

ল্যাভেন্ডারের গন্ধ নেওয়ার জন্য লোকটির ভঙ্গিমা দেখে ল্যরা কারাকা গাছগুলির কথা ভুলে গিয়ে বিস্ময়ের সঙ্গে ভাবল সামান্য গন্ধ, ল্যাভেন্ডারের গন্ধ নেওয়ার প্রতিও লোকটি কত যত্নবান।

তার চেনাজানা কতজন মানুষ এরকম একটা কাজ করবে? এই কর্মজীবি মানুষগুলি কতই না সহজ, সরল সে ভাবল। 



Why couldn't she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? She would get on much better with men like these.

সে ভাবল, কেন সে এইসব কর্মজীবি মানুষের সাথে বন্ধুত্ব না করে মূর্খ ছেলেগুলির সাথে নাচে যারা রবিবার নৈশভোজে আমন্ত্রিত হয়ে থাকে? এই কর্মজীবি মানুষগুলোর সঙ্গে সে অনেক খোলামেলাভাবে মিশতে পারবে।








It's all the fault, she decided, as the tall fellow drew something on the back of an envelope, something that was to be looped up or left to hang, of these absurd class distinctions. Well, for her part, she didn't feel them. Not a bit, not an atom. ...And now there came the chock-chock of wooden hammers.

এটা তারই ভুল, সে ভাবল, লম্বা লোকটি সেই সময় একটি খামের পিছনে কিছু একটা আঁকল, কিছু একটা যেটা ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা যায়, অযৌক্তিক শ্রেণীবৈষম্যের ঈঙ্গিতপূর্ণ কিছু। তার (ল্যরার) কাছে এসবের কোনো অর্থই নেই। এক ফোঁটাও নয়, অণুপরিমাণও নয়... আর সেইসঙ্গে কাঠের হাতুড়ির ঠকঠক আওয়াজ ভেসে এলো।






Someone whistled, someone sang out, "Are you right there, matey?" "Matey!" The friendliness of it, the-the-Just to prove how happy she was, just to show the tall fellow how at home she felt, and how she despised stupid conventions, Laura took a big bite of her bread-and-butter as she stared at the little drawing. She felt just like a work-girl.

 কেউ একজন শিস দিয়ে উঠল, কেউ একজন সুর করে বলে উঠল, "ম্যাটি, ওখানে আছো কি?" "ম্যাটি।" খুবই বন্ধুত্বপূর্ণ সেই স্বর, সেই-সেই ঠিক যেন এটা প্রমাণ করার জন্য যে সে (ল্যরা) খুশিতে ডগমগ, লম্বা লোকটিকে বোঝানোর জন্য যে সে খুবই স্বাচ্ছন্দ্যে আছে, এবং এটা দেখানোর জন্য যে সে (ল্যরা) প্রচলিত সংস্কারগুলিকে কতটা অবজ্ঞা করে, ল্যরা তার মাখন মাখানো রুটির টুকরোটায় লম্বা কামড় দিল আর ছোট্ট আঁকাটির দিকে ক্ষণিক তাকালো। সে অনুভব করল যে সে খুবই ব্যস্ত মহিলা। "






Laura, Laura, where are you? Telephone, Laura!" a voice cried from the house. "Coming!" Away she skimmed, over the lawn, up the path, up the steps, across the veranda, and into the porch. In the hall her father and Laurie were brushing their hats ready to go to the office.

ল্যরা, ল্যরা, কোথায় তুমি? টেলিফোন, ল্যরা।" বাড়ির ভিতর থেকে উঁচু গলার চিৎকার শোনা গেল।

"আসছি।" সে চিৎকার করল, সে লন দিয়ে ধীরে সুস্থে হেঁটে পথে উঠে, সিঁড়ি ভেঙে বারান্দা পার হয়ে গাড়ি বারান্দায় উঠল। হলঘরে তার বাবা এবং ল্যরি তখন ব্রাশ দিয়ে তাদের টুপিগুলি ঝেড়ে পরিষ্কার করছিলেন অফিসে যাবার জন্য তৈরি হয়ে।




"I say, Laura," said Laurie very fast, "you might just give a squiz at my coat before this afternoon. See if it wants pressing." "I will," said she. Suddenly she couldn't stop herself. She ran at Laurie and gave him a small, quick squeeze. "Oh, I do love parties, don't you?" gasped Laura

"আমি বলছি, লারা," ল্যরি দ্রুত বলল, "তুমি বিকালের আগে আমার কোটটা একটু মুচড়ে দেখতে পারো। দেখো, ইস্তিরি করার প্রয়োজন আছে কিনা।" "দেখব", সে বলল। আর নিজেকে রোধ করতে না পেরে হঠাৎ করে গিয়ে ল্যরিকে আলিঙ্গন করল। "ওহ, পার্টি করতে আমার কি ভালোই না লাগে, তোমার লাগে না?" এক নিঃশ্বাসে ল্যরা বলল।



.



























 


 


"



"Ra-ther," said Laurie's warm, boyish voice, and he squeezed his sister too, and gave her a gentle push. "Dash off to the telephone, old girl."


The telephone. "Yes, yes; oh yes. Kitty? Good morning, dear. Come to lunch?


Do, dear. Delighted of course. It will only be a very scratch meal-just the sandwich


crusts and broken meringue-shells and what's left over. Yes, isn't it a perfect


morning? Your white? Oh, I certainly should. One moment-hold the line.


Mother's calling." And Laura sat back. "What, mother? Can't hear."


Mrs. Sheridan's voice floated down the stairs. "Tell her to wear that sweet hat she had on last Sunday."







"

Comments