ভূগোল জগতের নক্ষত্রপতন, কলমে -দেবাশীষ সাঁতরা

 ভূগোল জগতের নক্ষত্রপতন 


কলমে -দেবাশীষ সাঁতরা 



 প্রয়াত পূর্ব মেদিনীপুরের বহিচাড় বিপিন চন্দ্র বিদ্যাপীঠের ভূগোলের সহ শিক্ষক তথা শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক ড. মৌসম মজুমদার স্যার। ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকালে হঠাৎ তিনি পরলোকগমন করেন।উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি...উনি আমার শিক্ষক ছিলেন।২০০৮ সালে মেদিনীপুরের অশোক নগরে স্যারের কাছে স্কুল সার্ভিস কমিশনের কোচিং নিয়েছিলাম। স্যারের জ্ঞান ও পড়ানোর দক্ষতা ছিল অসাধারণ।


 কয়েক বছর আগে ট্রেনে দেখে আমাকে চিনতে পারেন ও সব খোঁজ খবর নেন।উনি ২০০০ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পশ্চিমাঞ্চলে ভূগোলে প্রথম স্থান অর্জন করেছিলেন। ওনার লেখা ভূগোল বই ও সাধারণ জ্ঞানের বই আজও সমান জনপ্রিয়। স্কুলে পড়ানোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে ও কুইজ প্রতিযোগিতা নিয়ে সর্বদা নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসতেন। রেখে গেলেন স্ত্রী সুপর্ণা মজুমদার,দুই কন্যা ও অজস্র ছাত্র ছাত্রী ও গুণমুগ্ধদের।

Comments