INTRODUCTORY 'IT' [TIME READING]
Introductory 'It ',Use of Introductory 'It ' by PKG
দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই সময় সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হই। আর প্রশ্নকর্তা যদি প্রশ্নটা ইংরেজিতে করেন, সেক্ষেত্রে ইংরেজিতে উত্তর দেওয়াটাই বাঞ্ছনীয়। এক্ষেত্রে Introductory It ব্যবহার করা হয়। এই Introductory It সাধারণত সময়বাচক :
এখন দুপুর বারোটা-It is (It's) 12 noon.
এখন দুপুর একটা বাজে-It is (It's) 1 pm.
এখন দেড়টা বাজে-It is (It's) half past one.
এখন সন্ধ্যা সাড়ে ছ'টা-It is (It's) half past six in the evening.
এখন সোয়া সাতটা বাজে-It is (It's) a quarter past seven.
এখন পৌনে আটটা বাজে-It is (It's) a quarter to eight.
এখন রাত বারোটা বাজে-It is (It's) twelve o'clock at midnight.
এখন দুটো বাজতে দশ মিনিট বাকি-It is (It's) ten minutes to two.
এখন তিনটে বাজতে কুড়ি মিনিট বাকি-It is (It's) twenty minutes to three.
এখন পাঁচটা বেজে পঁচিশ মিনিট হয়েছে-It is (It's) twenty five minutes past five.
Note দুপুর ১২টার আগে বোঝাতে a.m. (am) এবং দুপুর ১২টার পরে বোঝাতে p.m. (pm) বলা হয়। a.m. হল, Ante Meridian অর্থাৎ 'পূর্বাহ্ণ'। আর p.m. হল Post Meridian অর্থাৎ 'অপরাহু'।
Exercise
Hometask
এখন
রাত ন'টা বাজে।
এখন সকাল আটটা দশ বাজে।
এখন
দুপুর আড়াইটে বাজে।
এখন
রাত দশটা পাঁচ বাজে।
এখন
সোয়া দশটা বাজে।
এখন
পৌনে এগারোটা বাজে।
এখন
বিকেল সাড়ে চারটে বাজে।
এখন
রাত বারোটা দশ বাজে।
এখন
সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি।
এখন
তিনটে বাজতে পনেরো মিনিট বাকি।
এখন
বিকেল পাঁচটা পাঁচ বাজে।
এখন
সকাল সাড়ে সাতটা।
এখন
পৌনে ছ'টা।
এখন
তিনটে পঁচিশ মিনিট বাজে।
এখন
চারটে বাজে।
এখন
সন্ধ্যা সাড়ে সাতটা বাজে।
এখন
রাত সোয়া আটটা বাজে।
এখন
দশটা বাজতে পাঁচ মিনিট বাকি।
এখন
দুপুর বারোটা পাঁচ বাজে।
এখন
সকাল ছ'টা বাজে।
এখন
দুপুর দেড়টা।
এখন
রাত পৌনে দশটা।
এখন তিনটে পনের মিনিট।
CHAPTER -1
1.👉SPOKEN ENGLISH -TOPIC - IMMEDIATE EXPRESSION -
7.An Interview in a Big Concern
A. Examples
Comments
Post a Comment