অংশু আর নেই, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ওকে পড়িয়েছি, যেন ছোটো ভাইয়ের মতোই ছিল। আজও মনে হয়, ক্লাসে ওর সেই নিষ্পাপ হাসিটা দেখতে পাব।
সদা হাসিখুশি আর ভীষণ বিনয়ী ছিল অংশু। অহংকার বা স্বার্থপরতার লেশমাত্র ছিল না ওর মধ্যে। কখনো কারও কোনো ক্ষতি করেনি, বরং সবার উপকার করতেই চাইত। ওর ব্যবহার, ওর সততা, ওর সরলতাই ওকে সবার প্রিয় করে তুলেছিল।
ভগবান ভালোদের নিজের কাছে আগে ডেকে নেন—হয়তো এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এত কম বয়সে ওর চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন। ওর শূন্যস্থান কখনো পূরণ হবে না। ওর স্মৃতি, ওর বলা ছোটো ছোটো কথাগুলো আজও হৃদয়ে বেঁধে আছে। হয়তো সময় সব ক্ষত মুছে দেয়, কিন্তু কিছু অভাব রয়ে যায় চিরকাল।
অংশু, তুমি যেখানে থাকো, ভালো থেকো। তোমার মতো সুন্দর আত্মারা কখনো হারিয়ে যায় না, তারা আমাদের স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকে।
নামঃ অংশুমান সিংহ
বয়স ঃ২০
পিতা ঃ রাজীব সিংহ
বাড়ি ঃ রামচন্দ্রপুর , বিষ্ণুপুর , বাঁকুড়া
মৃত্যুর কারন ঃ কাঁথিতে বন্ধুরবাড়ি ঘুরতে গিয়ে পুকুরে ডুবে ।
সময় ঃ 31/03/2025 সোমবার
Comments
Post a Comment