যোগ্য কারও চাকরি যাবে না। যোগ্যদের কারও 'সার্ভিস ব্রেক' হবে না।-মমতা ব্যানার্জী


যোগ্য কারও চাকরি যাবে না।-মমতা ব্যানার্জী

যোগ্যদের কারও 'সার্ভিস ব্রেক' হবে না।

আমরা সুপ্রিম কোর্টে যাব। ব্যাখ্যা চাইব। পুনর্বিবেচনার আবেদন করব।

➡️ আমিও আইন জানি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব কিছু করব।

➡️ আপনাদের সরকার বরখাস্ত করেনি। আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান।

➡️ আদালত যদি নেতিবাচক কিছু বলে, তবে আমাদের বিকল্প ভাবনা প্রস্তুত আছে

➡️যোগ্যদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এরপর বাকিদের বিষয় নিয়ে আলোচনা হবে।

➡️আইনজীবী হিসেবে লড়বেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ ও দেবাঞ্জন মণ্ডল

➡️যাঁদের অযোগ্য বলা হয়েছে, কেন বলা হয়েছে—সেটিও খতিয়ে দেখবে সরকার।


Comments